সম্মানিত অভিভাবক/অভিভাবিকাবৃন্দ
সৈকত নগরী কক্সবাজার জেলার অন্তর্গত উখিয়া উপজেলার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়টি অত্র এলাকায় শিক্ষা প্রসারের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয়। শিক্ষা একটি দর্শন। এর পরিধি জীবনের মতই ব্যাপক। ইহা অনন্ত সাধনার বিষয়। শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য-ব্যক্তিত্বের পূর্ণ বিকাশ ও মনুষ্যত্বের উন্মেষ ঘটানো। শিক্ষা একটি ত্রি-মেরু প্রক্রিয়া শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষক শিক্ষিকা, এই ত্রিবিধ সম্পর্কের সঠিক সম্বনয়ে একজন শিক্ষার্থী তার জীবনের পরিপূর্ণতা লাভ করে। শিক্ষার্থীর সর্বাঙ্গীন উন্নতিকল্পে বৎসরের শুরু থেকেই চলতে থাকে বিভিন্ন উন্নয়মুখী পরিকল্পনা ও কর্যক্রম। তৎমধ্যে শিক্ষার্থী পরিলিখন প্রকাশনার কার্যক্রম অন্তভূক্ত। এটি শিক্ষার্থীর দৈনন্দিন কর্মসূচীর দিক নির্দেশনা। এর মাধ্যমে উক্ত ত্রিবিধ সম্পর্ক স্থাপিত হয় এবং শিক্ষার্থীর মধ্যে নিয়মানুবর্তিতার বহিঃ প্রকাশ ঘটে। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি ইহা শিক্ষার্থীর পাঠ প্রস্তুতি, সহ পাঠক্রমিক কার্যাবলী, চরিত্র গঠনে যেমন পরম সহায়ক হবে তেমনি আপনি আপনার ছেলে-মেয়ের বিদ্যালয়ে উপস্থিতি, পাঠোন্নতি, অবনতি, জ্ঞানার্জন অনুসন্ধিৎসা এবং তার ভবিষ্যৎ লক্ষ্য সম্পর্কে সজাগ থাকতে সক্ষম হবেন। তাছাড়া শিক্ষক শিক্ষিকাগণ এর মাধ্যমে আপনার সুচিন্তিত পরামর্শ ও মতামত লাভ করে শিক্ষার্থীদের সুষ্ঠু পাঠদানে এবং তাদের সুন্দর জীবন গঠনে যথাযথ পদক্ষেপ গ্রহণ করতে পারবেন। শিক্ষার্থী শিক্ষক/শিক্ষিকা অভিভাবকের নিরলস চেষ্টার ফলশ্রুতিতে আসে শিক্ষার্থীর সাফল্য। তাই আসুন, আমাদের সকলের সমন্বিত প্রচেষ্ঠায় বর্তমানে ডিজিটাল যুগে শিক্ষার্থীদেরকে প্রযুক্তি নির্ভর শিক্ষার মাধ্যমে জাতির আশা-আকাঙ্খা আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ এই কোমলমতি শিক্ষার্থীদের সঠিক পথে পরিচালিত করে সু-শিক্ষিত, দায়িত্ববোধ সম্পন্ন, আদর্শ দেশ-প্রেমিক নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় শপথই হোক আমাদের অঙ্গীকার। সৃষ্টিকর্তা আমাদের সহায় হউন।
মাওলানা মোহাম্মদ আবুল ফজল
সভাপতি
ভালুকিয়া পালং উচ্চ বিদ্যালয়।
উখিয়া, কক্সবাজার।